3:20 pm , December 2, 2020

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরেরর মঠবাড়ী ইউনিয়নের পুখরীজানা গ্রামে বুধবার সকালে শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ফেসকুব গ্রুপ ‘‘আমাদের প্রিয় জন্মভূমি’’ পক্ষ থেকে ওই এলাকার যুবক সুমন হাসান, ফোরকান শরিফ, শাহাদাৎ হোসেন আলীম, সফিকুল ইসলাম, সুজন আহামেদ, শামিম খান, আল আমিন, রিপনের উদ্যোগে বাড়ি,বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দিয়েছেন সুমন, ইউসুফ শরিফ, মেহেদি, শাওন, রিদয়, ফয়সাল, ছাব্বির, সুমি আক্তার, লামিয়া আক্তার, সাকিল, শুভ্র, স্বপন। আয়োজকরা জানান, সবসময় সমাজের মানুষের জন্য এভাবে সামান্য কিছু হলেও ভাল কাজ করতে চাই। যাতে অন্যরা উৎসাহ পায়।