3:19 pm , December 1, 2020

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে দলীয় ৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন- আ’লীগের লীগের নৌকা প্রতীকে বর্তমান মেয়র লোকমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ডাকুয়া, বি এন পির ধানের শীর্ষ প্রতীকের মনিরুজ্জামান মনির ও ইসলামি আন্দোলনের পাখা প্রতীকে খলিলুর রহমান। এছাড়াও একই সাথে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২৯ জন পৌর কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী নির্বাচনী নমিনেশন ফরম জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে প্রতি ৩ জন করে ৯ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জমা দান উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশন অফিসে ছিলো উৎসব মূখর পরিবেশ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দলীয় নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও বিপুল সংখ্যক সংবাদকর্মী ও সাধারণ মানুষ। প্রার্থীরা সবাই ফরম জমা শেষে নিজেদের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছেন।