মাস্কের অপর নাম জীবন -পুলিশ কমিশনার মাস্কের অপর নাম জীবন -পুলিশ কমিশনার - ajkerparibartan.com
মাস্কের অপর নাম জীবন -পুলিশ কমিশনার

3:18 pm , December 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, পানির অপর নাম যেমন জীবন। তেমনি মাস্কের অপর নাম জীবন। করোনার মহামারির বিরুদ্ধে বেঁচে থাকতে হলে আপনাকে মাস্ক পড়তেই হবে। গতকাল মঙ্গলবার কোতয়ালী মডেল থানার উদ্যোগে রুপাতলী বাসষ্ট্যান্ডে মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, করোনাকালে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মানুষ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বাকিদের সুরক্ষা সহজ। পরিবহন সেক্টরের প্রত্যেকে একেকজন যোদ্ধা, সৈনিক হিসেবে নিজেকে সুস্থ রেখে যাত্রীদের দূরত্ব- মাস্ক নিশ্চিত করার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এ যুদ্ধ শুধু একার বিষয় নয়, সবার অবশ্যই পালন করতে হবে নয়তো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, দেশ পিছিয়ে যাবে । অনুষ্ঠান শেষে রুপাতলী বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানযুক্ত স্টিকার স্থাপন ও মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেনের পিপিএম (সেবা’) সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম , অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার (দক্ষিণ) জাকারিয়া রহমান ও ওসি নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT