বিআরটিএর পরিদর্শক আইয়ুব আনসারী জেলে বিআরটিএর পরিদর্শক আইয়ুব আনসারী জেলে - ajkerparibartan.com
বিআরটিএর পরিদর্শক আইয়ুব আনসারী জেলে

2:59 pm , November 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জাল কাগজপত্র দিয়ে নতুন রেজিস্ট্রেশন করে চোরাই গাড়ি রাস্তায় চলাচলের ব্যবস্থা করে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) পরিদর্শক আইয়ুব আনসারীকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। উচ্চাদালতে জামিন শেষে সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসর্পনের পর বিচারক মোঃ মহসিনুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি বিপ্লব কুমার রায়। অভিযুক্ত আইয়ুব আনসারী নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার মৃত আতাহার আলী হাওলাদরের ছেলে। আনসারী বর্তমানে ঢাকা বিআরটিএ সদর কার্যালয়ের সহকারী পরিচালকের (ইঞ্জিঃ) অতিরিক্ত দায়িত্বে আছেন। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ মার্চ মাদারীপুর জেলার মশিউর রহমান ঠাকুরের ভাড়ায়চালিত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৩৫০) মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় একই দিন গাড়ির চালক শাহজাদা শিকদার শিবালয় থানায় সাধারন ডায়েরী করেন। পরবর্তীতে গাড়ির মালিক মশিউর রহমান ঠাকুর জানতে পারেন একই চেসিস নম্বরে ১টি মাইক্রোবাস বরিশাল বিআরটিএ অফিসের মাধ্যমে নতুন রেজিস্ট্রেশন (বরিশাল ছ-১১-০০৩৯ নম্বর) ব্যবহার করে রাস্তায় চলাচল করছে। এ ঘটনায় মশিউর রহমান ঠাকুর বরিশাল ও ঢাকা বিআরটিএ অফিসকে অবগত করেন। এতে বরিশাল বিআরটিএ অফিস কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই করে রেজিস্ট্রেশন স্থগিত করেন। ফলে মশিউর রহমান ঠাকুর বরিশাল বিআরটিএ অফিসে গাড়িটি ফেরত পেতে আবেদন করেন। অফিস কর্তৃপক্ষ কাগজপত্র যাচাইবাছাই করতে চট্রগ্রাম কাস্টম হাউজে প্রেরণ করেন। কাস্টম হাউজের সহকারী কমিশনার কাগজপত্র যাচাইবাছাই করে কোন মিল না থাকায় তা বরিশাল বিআরটিএ অফিসকে অবগত করেন। এর আগে রুপ কুমার বিশ্বাস নামের এক ব্যক্তি নগরীর নতুন বাজার এলাকার ঠিকানা ব্যবহার করে ওই চোরাই মাইক্রোবাসটির মালিক হিসাবে রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ অফিসে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে একই বছর ২৬ সেপ্টেম্বর সহকারী পরিচালক তার অধীনস্ত মোটরযান পরিদর্শক আইয়ুব আনসারীকে কাগজপত্র যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য বলেন। কিন্তু আইয়ুব আনসারী নিজ স্বাক্ষরে গ্রাহক রুপ কুমার বিশ্বাসের দাখিলকৃত কাগজপত্র সঠিক ও ত্রুটিমুক্ত উল্লেখ করে সনদ প্রদান করেন। তার সুপারিশের ভিত্তিতে তৎকালিন সহকারী পরিচালক নূরুজ্জামান চোরাই গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১৯ জুলাই কোতোয়ালি মডেল থানায় বরিশাল বিআরটিএ এর তৎকালিন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এমডি শাহ আলম রেজিস্ট্রেশন গ্রহণকারী রুপ কুমার বিশ্বাসকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরবর্তীতে একই ঘটনায় ২০১৭ সালের ১৮ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মোটরযান পরিদর্শক আইয়ুব আনসারী ও রুপ কুমার বিশ্বাসকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ওমর ফারুক মামলার নথি, ঘটনাস্থল, জব্দ করা আলামত এবং বরিশাল অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানতে পারেন, রুপ কুমার বিশ্বাস একজন সামান্য পল্লী চিকিৎসক। তার গাড়ি কেনার কোন আর্থিক সামর্থ নেই। মূলত জাল জালিয়াতির মাধ্যমে গাড়ি চোর/ছিনতাইকারীদের সাথে পরস্পর যোগসাজসে অবৈধ লাভবান হতে অসম্পূর্ণ কাগজপত্রের মাধ্যমে নিরাপরাধ রুপ কুমার বিশ্বাসের নাম ও ঠিকানা ব্যবহার করে ইতিপূর্বে ঢাকা বিআরটিএ থেকে চোরাই গাড়িটির ঢাকা মেট্রো চ-১৩-৩১৫০ নম্বরে রেজিস্ট্রেশন করা হয়। পরর্বতীতে ২য়বার একই নাম ও বরিশাল নতুন বাজারের ঠিকানা ব্যবহার করে বরিশাল বিআরটিএ থেকে বরিশাল ছ-১১-০০৩৯ নম্বরে রেজিস্ট্রেশন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিআরটিএ এর নির্ধারিত ফরমে আবেদনপত্রের সাথে গ্রাহকের ছবি ও জাতীয় পরিচয়পত্র না নিয়ে ভূয়া ও জাল কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ি চোর/ছিনতাইকারীদের সাথে যোগসাজসে অবৈধ লাভবান হতে ও মূল অপরাধীকে আড়াল করার অপরাধে তৎকালিন মোটরযান পরিদর্শক আইয়ুব আনসারীকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন। একই সাথে তিনি অভিযোগ প্রমানিত না হওয়ায় রুপ কুমার বিশ্বাসকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের সুপারিশ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT