প্রধান আসামী স্ত্রী লিজাকে অব্যাহতি দিয়ে আদালতে রহস্যময় অভিযোগপত্র জমা প্রধান আসামী স্ত্রী লিজাকে অব্যাহতি দিয়ে আদালতে রহস্যময় অভিযোগপত্র জমা - ajkerparibartan.com
প্রধান আসামী স্ত্রী লিজাকে অব্যাহতি দিয়ে আদালতে রহস্যময় অভিযোগপত্র জমা

2:55 pm , November 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কোতয়ালী মডেল থানাধীন সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইছাগুড়া রাজগর এলাকার দলিল লেখক রেজাউল করীম রিয়াজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি তদন্ত সগির হোসেন দীর্ঘ নয়মাস তদন্ত শেষে বাদী মনিরুল ইসলাম রিপনের অভিযুক্ত প্রধান আসামী হত্যার শিকার হওয়া রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে অন্য চারজনকে অভিযুক্ত করে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট প্রদান করেছে।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সগির হোসেন আদালতে চার্জশীট প্রতিবেদন প্রদান করে। এব্যাপারে মামলার বাদী নিহত রিয়াজের (চাকুরীজীবী) বড় ভাই মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আমাদের হত্যা মামলাটি তদন্তের নামে তদন্তকারী কর্মকর্তা মোঃ সগির হোসেন বিভিন্নভাবে কালক্ষেপণ ও প্রধান আসামী লিজাকে রক্ষা করার মিশনে নামার বিষয়টি টের পেয়ে গত ২৩ই অক্টোবর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রহস্যজনক মামলা তদন্তের প্রতি আমার আইনজীবীর মাধ্যমে না রাজি দিয়ে মামলাটি সিআইডি পুলিশ সদস্যদের দিয়ে তদন্তের দাবী করি।
সেসময় উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মারুফ আহমেদ বাদীর আর্জির পরিপেক্ষিতে পরবর্তী মামলার তারিখ ১১ই নভেম্বর মামলার সকল সিডি নিয়ে তদন্তকারী কর্মকর্তা মোঃ সগির হোসেনকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
১১ই নভেম্বরে মামলার ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তা সগির হোসেন করোনাকে পুজি করে আদালতে আসা থেকে বিরত থেকে তিনি তড়িঘড়ি উক্ত আদালতের বিচারকের বদলীর কথা শুনে গতকাল সোমবার (৩০ নভেম্বর) উক্ত আদালতে প্রধান আসামী আমিনা আক্তার লিজাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশীট প্রতিবেদন দাখিল করে গেছে।
আমরা আগেও এই মামলার তদন্তে সন্তুষ্ট ছিলাম না। আজও প্রধান আসামীকে অব্যাহতি দিয়ে চার্জশীট প্রদান করায় সন্তুষ্ট নই। তাই আগামী তারিখে না রাজির মাধ্যমে আবারো সিআইডি দ্বারা পুনরায় তদন্তের জন্য বিজ্ঞ বিচারকের দাবী জানানো হবে।
উল্লেখ্য ২০১৯ সালের ১৮ই এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে স্বামী রিয়াজ ও স্ত্রী লিজা পৃৃথকভাবে থাকা অবস্থায় রিয়াজকে গলা কেটে হত্যা করে পুনরায় হত্যাকারীরা ঘরের সকল দরজা-জানালা বন্ধ থাকার মধ্যে ঘর থেকে বের হয়ে যায়।
১৯ই এপ্রিল কাক ডাকা ভোরে বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম (পিপিএম) সহ বেশ কিছু পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌছে হত্যার রহস্য তদন্ত করার পাশাপাশি রিয়াজের লাশ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
একই সময় হত্যার রহস্য জানার জন্য রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে নিয়মিত রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
থানা থেকে হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এস আই বসির ও পরবর্তী এস আই মামুন হত্যা মামলার রহস্য খুঁজে বের করে নিয়ে আসার ঠিক সেই মুহুতে হঠাৎ করে রহস্যজনকভাবে বাদী রিপনকে অবগত না করে থানা থেকে অধিকতর তদন্তের নামে মেট্রো গোয়েন্দা পুলিশ (ডিবি) দপ্তরে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
সেসময় ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করীমের ততা¡বধানে ২০২০ সালের ২৩ই ফেব্রুয়ারী মোঃ সগির হোসেন রিয়াজ হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহন করে।
মামলার বাদী মনিরুল ইসলাম আরো অভিযোগ করে বলেন, রিয়াজ হত্যার পর থেকে লিজার পরকিয়া প্রেমিক ও রিয়াজের সহকারী মাসুম দফাদারকে আজ পর্যন্ত কোন তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারেনি।
এছাড়া তদন্তকারী কর্মকর্তা মোঃ সগির হোসেন কোনদিন হত্যার ঘটনাস্থলে একদিনের জন্যও যায়নি। অপরদিকে যাদেরকে হত্যাকারী বলে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারা জবান বন্ধি গ্রহন করিয়েছে সেখানে চারজনের দেয়া জবান বন্ধিতে কারো কথার সাথে কারো কোন মিল না থাকায় তদন্তের নামে আসল আসামীকে রক্ষা করার মিশনে নেমেছে তদন্তকারী কর্মকর্তা বুঝতে পেরে এবং মামলাটি সঠিত তদন্ত ও হত্যার ন্যায় বিচার পাবার জন্য বেশ কয়েকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশাল পুলিশ কমিশনারের প্রতি আহবান জানিছিলেন রিয়াজের বড় ভাই মামলার বাদী মনিরুল ইসলাম রিপন। রিপন জানান হত্যা মামলা তদন্তের ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছি।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত কাউনিয়া থানা মোঃ সগির হোসেন বলেন, এই মামলার তদন্তকালে স্বামী রিয়াজ হত্যার সাথে জড়িত এরকম কোন প্রমান না পাওয়ার কারনে তাকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগ পত্র আদালতে দাখিল করেছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT