3:28 pm , November 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মাস্ক ছাড়া কোন প্রবেশ নয়, কোন সেবা নয়: এর বাস্তবায়নে নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টা থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও শরীফ মোঃ হেলাল উদ্দিন নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। যে সকল লোক মাস্ক ব্যবহার করেনি তাদের অর্থ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহার না করায় ৫৩ জন পথচারীকে মোট ১২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, তারা মাঠে থাকায় মানুষ সচেতন হচ্ছে, অভিযান চলমান থাকবে। হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শেবাচিম’র ফিলিপাইনের নাগরিকসহ দুই ছাত্র মাস্কবিহীণ ছিল। তাদের ভ্রাম্যমান আদালত ৫০০ টাকা করে জরিমানা করেন। কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন তাদের কারাদন্ড দেয়ার বিধান জানানো হয়। এতে বিপাকে পড়ে দুই ছাত্র। এ সময় তারা পাশের একটি ফলের দোকানে নিজেদের মোবাইল সেট রেখে টাকা ধার নেয়। সেই টাকা দিয়ে জরিমানা দেয়।