3:15 pm , November 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ৩৬ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন। মামলা সূত্রে জানা যায়, বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে (১৫) যাতায়াতের পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো বাইশারী ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক খান। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করেন আজিজুল। এরপর শুক্রবার দিবাগত রাতে স্বরুপকাঠীর নেছারাবাদের জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশের এসআই শাহাদাত হোসেনের টিম। এঘটনায় ভূক্তভোগীর বাবা ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন। আসামীরা হলেন, আজিজুল হক খান, হাসিনা বেগম, শাজাহান আলী, নাজমুল খান ও আশ্রয়দাতা সোহাগ খান।