3:07 pm , November 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাহেদ আকন স¤্রাটের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মহানগর বিএনপির আয়োজনে গতকাল শনিবার দলীয় কার্যালয়ে সভা ও দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর প্রমুখ। সভায় মরহুম স¤্রাটের জীবনের কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এবং সরকারের সমালোচনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে সাবেক দপ্তর সম্পাদক স¤্রাটের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।