3:21 pm , November 27, 2020

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়াডের্র বর্তমান কাউন্সিলর আসমা বেগম প্রচারনা শুরু করেছেন। পৌর নির্বাচনে পুনরায় নিজের প্রার্থীতা প্রচারে বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন। সংরক্ষিত কাউন্সিলর হিসেবে গত পাঁচ বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন আসমা বেগম। করোনার পরিস্থিতি জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষের কাছে ত্রান পৌছে দিয়েছেন। মেয়র রফিকুল ইসলামের অর্পন করা সকল দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন তিনি। তাই তাকে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার করেছেন সাধারন ভোটাররা। পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক পঞ্চায়েত বলেন, আসমা বেগমের পরিবার আওয়ামীলীগ পরিবার। দুসময়ে নির্যাতনের শিকার হয়েছে তার পরিবার। তাই পুনরায় তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।