3:17 pm , November 27, 2020

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উচ্ছেদ মামলার রায় পাওয়া আদালত কর্তৃক জমির দখল বুঝিযে দেয়ার পর পুনরায় বৃহস্পতিবার সন্ধ্যায় দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ সময় দখল বুঝে নেয়া জমির মালিক বাঁধা দিলে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় পুলিশ ও নারী সহ চার জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন স্বপন মৃধা (৫০), তার স্ত্রী মোসাঃ বৃষ্টি (৪০) স্বপনের ভাই (শাহআলী বাগ থানায় কর্মরত ছুটিতে আসা) পুলিশ সদস্য হাচান মনিরুজ্জামান (৪৫) ও স্বপনের শালিকা সুমানা বেগম (৩০)। জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের প্রান কেন্দ্রে আদালতের রায় পাওয়া সম্পত্তির (দু‘টি ঘর) লাল নিশান টানিয়ে মৃত হাচান মেম্বরের পুত্র স্বপন মৃধাকে গত ২১ নভেম্বর বুঝিয়ে দেয় আদালত। আদালতের রায় অমান্য করে ওই জমির পাশের অংশে থাকা ভাড়াটিয়া মহারাজ মুন্সির নেতৃত্বে ৪০/৫০ জনের এক সন্ত্রাসীদল দেশীও অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা ও জবর দখলের চেষ্টা চালায়। এ সময় ওই বাসার সামনে থাকা একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।