3:16 pm , November 27, 2020

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর পৌর সভা মেয়র পদে নৌকার কান্ডারী মো. গিয়াসউদ্দিন বেপারী। নৌকা প্রতীক নিয়ে আগামী ২৮ ডিসেম্বরের ভোট যুদ্ধে অবতীর্ন হচ্ছেন তিনি। জীবনের প্রথম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মো: গিয়াস উদ্দিন বেপারী। আওয়ামী লীগের প্রার্থী হয়ে পুনরায় মেয়র হতে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধ লড়বেন। দলের প্রধান ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তার উপর আস্থা রেখে গতকাল শুক্রবার তাকে প্রাথী হিসাবে চুড়ান্ত করেছেন। উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন উজিরপুর পৌরসভার নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে গিয়াসউদ্দিনের নাম চুডান্ত’র সত্যতা স্বীকার করেছেন। তিনি আরো জানান দলের সভানেত্রী গিয়াসউদ্দিনকে দলের একক প্রার্থী চড়ান্ত করে নৌকা প্রতিকের চিঠি আমার হাতে তুলে দিয়েছেন। উজিরপুর পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াসউদ্দিন বেপারী উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দলের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।