1:17 pm , November 26, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী অনিমা (২৮) কে হত্যার পর লাশ গুমের অভিযোগ পেয়ে পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হচ্ছে অনিমার স্বামী নরেন জয়ধর (৩৬), ভাসুর নারায়ন জয়ধর (৪২) এবং জা কবিতা (৩৫)। ঘটনাটি ঘটেছে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায়। নিহত গৃহবধূর ভাই গোপাল হালদার বাদী হয়ে আটক ৩ জন সহ মোট ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আটক হওয়া তিনজনকে বুধবার দুপুরে জেল হাজতে পাঠায় পুলিশ। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর পূর্বে নরেন দ্বিতীয় বিয়ে করেন। কিছু দিন পর নরেন প্রথম স্ত্রী অনিমার কাছে ১০ কাঠা জমি এবং ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। মঙ্গলবার সন্ধ্যায় যৌতুক দিতে না পারায় তাকে নির্যাতন করার এক পর্যায়ে অনিমার মৃত্যু হয়। এ সময় সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাতে লাশ গুম করার জন্য মরিচবুনিয়া বাজার এলাকা থেকে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে। বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে এবং আটক তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।