1:05 pm , November 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা থেকে পরিবেশ সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা বন্ধ থেকে ৪র্থ শিল্প বিপ্লব উপযোগি করে যুবাদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে বরিশালে উদ্বোধন করা হয়েছে তারুণ্যের ঐকতান কর্মসূচির। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। ‘মুজিব বর্ষে আহবান; যুব কর্মসংস্থান’ এই প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসক বলেন, যুবাদের নানা আয়োজনের এই কর্মসূচি আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাদের চিত্রাঙ্কনের ভাষা সমাজ বদলে সহায়ক হবে। আর সাইকেল র্যালী বিশেষ করে চলমান করোনাকালীন সময়ে মানুষকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করবে। এসময় মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা সহ অনেকে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ২৫টি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত এলায়েন্স ফর ইযুথ এন্ড ডেভেলপমেন্টের আয়োজনে উন্নয়ন সংস্থা রিচ চু আনরীচডের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অশি^নী কুমার হলে আলোচনা সভা ও চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। আর সাইকেল র্যালী সভাস্থল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।