1:01 pm , November 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পদবী ও গ্রেড উন্নীতকরনের দাবিতে ৯ম দিনের মত কর্মবিরতি পালন করেছে বরিশাল ডিসি অফিসের কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ব্যানারে গত ১৫ নভেম্বর থেকে প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতি পালন করছেন তারা। বুধবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় অবস্থান নেন কালেক্টরেট সহকারী সমিতির নেতাকর্মীরা। এ সময় তারা দাবি সংবলতি বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বারেক মোল্লাসহ অন্যান্যরা।