3:07 pm , November 24, 2020

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটা পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগের তৃনমুল নেতাদের ভোট নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুয়াকাটার হোটেল বিচ হ্যাভেনে এ ভোট গ্রহন করা হয়। এ সময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপন ভোটের মাধ্যমে পৌরসভার ৬৭ জন ডেলিগেট ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে বর্তমান পৌর মেয়র ৫০ ভোট পেয়ে প্রথম স্থান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা মাহামুদুল আলম টিটু ৬ ভোট পেয়ে ২য় স্থান ও কাউন্সিলর শাহ আলম ৪ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন। তৃনমূলের এই তালিকা সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত মননায়নের জন্য পাঠাবেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরবর্তীতে সভাপতি এবং মননায়ন বোর্ডের সিদ্ধান্তে মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হবে। তৃনমূলের ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মহিব্বুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার প্রমুখ। আগামী ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।