3:00 pm , November 24, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নো মাস্ক নো সার্ভিস এই প্রত্যয় নিয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর পথচারীদের সচেতন করতে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এছাড়াও পরিচালিত তিনটি ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহার না করায় ৬২ জনের কাছ থেকে মোট ১১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক অপরিহার্য। তবুও অনেকেই মাস্ক ব্যবহার না করে রাস্তায় ও কর্মস্থলে দায়িত্ব পালন করছে। এই কারণে জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নগরীর নতুন বাজারে অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিম আলী সুজা জানান, ভ্রাম্যমান আদালতের উদ্দেশ্য কেবল জরিমানা আদায় করা না। মাস্ক ব্যবহারের প্রয়োজনীতা সম্পর্কে ধারনা দেয়া। এই অভিযান তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি। ভ্রাম্যমান আদালতের অপর দুই নির্বাহী হাকিম ছিলেন শরীফ মো. হেলালউদ্দীন ও আতাউর রাব্বী। পৃথক তিনটি আদালত নগরীর সদর রোড, পুলিশ লাইনস, রুপাতলী, নথুল্লাবাদ, কাশিপুর ও বিএম কলেজ এলাকার অভিযান পরিচালনা করেছেন।