বানারীপাড়ায় বধ্য ভূমিতে স্মৃতি স্তম্ভের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন বানারীপাড়ায় বধ্য ভূমিতে স্মৃতি স্তম্ভের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন - ajkerparibartan.com
বানারীপাড়ায় বধ্য ভূমিতে স্মৃতি স্তম্ভের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

3:12 pm , November 21, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ার গাভা-নরেরকাঠী এলাকার বধ্যভুমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভের নির্মান ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন এমপি মো. শাহে আলম। ১৯৭১সালে ২ মে দুপুরে শতাধিক নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে নরেরকাঠী খালের পাড়ে নেয় পাকহানাদার বাহিনী। পরে ব্রাশ ফায়ার করে তাদের হত্যা করে। এ সময় খালের পাড়ের রাস্তা থেকে অনেক মৃতদেহ খালে পড়ে ভেসে যায়। বধ্যভূমিতে ৫৮ জনের মৃত দেহের নাম ঠিকানা রয়েছে। স্মৃতি স্তম্ভের স্থাপনের সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেণীলাল দাস গুপ্ত, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্রশীল, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন সরকার (মাস্টার), পিডব্লিউবির উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, পৌর আওয়ামীলগের সভাপতি সুব্রুত লাল কুন্ড, আওয়ামীলীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম, ওযহিদুজ্জামান দুলাল, এটিএম মোস্তফা সরদার, সিনিয়র সাংবাদিক এস মিানুল ইসলাম সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিডব্লিউবির তত্ত্বাবধানে ৬৯ লক্ষ টাকার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT