বরিশালে প্রাণি সম্পদের ভান্ডার গড়ে তোলা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরিশালে প্রাণি সম্পদের ভান্ডার গড়ে তোলা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী - ajkerparibartan.com
বরিশালে প্রাণি সম্পদের ভান্ডার গড়ে তোলা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

3:06 pm , November 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, বরিশাল একটি প্রাকৃতিক অপার সম্ভাবনার সম্পদের এলাকা। এখানে প্রাণি সম্পদের ভান্ডার গড়ে তোলা হবে। সারাদেশের সাথে উন্নয়নের সমতার লক্ষ্যে অবহেলিত দক্ষিণাঞ্চলকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এখানে ডিপ্লোমা ইন্সটিটিউট, মহিষ গবেষণাগার ও চিড়িয়াখানা নির্মাণ করা হবে। বরিশালে সকল উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগী ও বেঙ্গল জাতের ছাগল উৎপাদন করা হবে। এসব উৎপাদনে খামারীদের জন্য সহজ শর্তে ঋন দেয়ার ঘোষনা করেছে সরকার। এছাড়াও করোনা কালীন সময়ে অসহায় খামারীদের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ প্রনোদনার ঘোষণা দেয়া হয়েছে। এসব উৎপাদন প্রকল্প বাস্তবায়ন হলে বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হালাল মাংস রপ্তানি করা সম্ভব হবে। গতকাল শনিবার নগরীর কাশিপুরে সরকারী ছাগল উন্নয়ন খামার কার্যক্রমের উদ্বোধন এবং ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারী ও পাঁঠা পালনকারীদের উপকরণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, এখানকার কোন উন্নয়নমুলক কাজে কেউ গুন্ডামী ও দুর্নীতি করে তাহলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রানী সম্পদ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। পানি সম্পদ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নপুরনে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাঙ্খিত উন্নয়ন, মানুষকে অর্থনৈতিকভাবে স্বামলম্বী করা ও বেকারত্ব দুরীকরনে বড় বড় প্রকল্প গ্রহন করে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। অবহেলিত দক্ষিনাঞ্চলের বেকারত্ব দুর করার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তর মহা পরিচালক ডা. আব্দুল মালেক, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. শরিফুল হক, ডা. শেখ আজিজুর রহমান ও প্রানী সম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম। পরে বিভিন্ন খামারীদের মাঝে উপকরন তুলে দেন মন্ত্রী শম রেজাউল করিম। এর পূর্বে তিনি ফলক উম্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করে এবং বিভিন্ন খামারের সেড পরিদর্শন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT