3:05 pm , November 19, 2020

গৌরনদী উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বার্থী খাল থেকে ওই বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই খালে ভাসমান একটি পাষ্টিকের বস্তা দেখে সন্দেহ হলে গৌরনদী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি লাশটি উদ্ধার করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তাওহীদুর রহমান জানান, আমরা এখনও ঘটনা স্থলে আছি লাশটি বিক্রিত হয়ে গেছে। প্রাথমিকভাবে কোন পরিচয় পাওয়া যায়নি তবে ৩০ বছরের কোন যুবতি হবে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড।