3:08 pm , November 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরবাড়িয়া উত্তর লামচরীতে বসতবাড়িতে অগ্নিকা-ে শিশুর মৃত্যু হয়েছে। নানার ঘড়ে থাকা নিহত শিশু রেজাউল (৮) এর পিতার নাম রবিউল গাজি। ভয়াবহ এই অগ্নিকান্ডে শিশুটির প্রানহানী ছাড়াও ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছানের আগেই এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করীম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে উত্তর লামচরীর ইউনুস গাজীর বসত ঘড়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে নানার ঘড়ে থাকা শিশু রেজাউল অগ্নিকান্ডে মারা যায়। শিশু রেজাউল নানির কাছে থাকত বলে জানা যায়।