3:02 pm , November 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে মাস্ক পড়ে সবাইকে উদ্ধুদ্ধ করতে হবে। শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে। মাস্ক পড়াকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো। গতকাল বুধবার নগরীতে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত র?্যালীর উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। কোতয়ালী মডেল থানার আয়োজনে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে সকাল সাড়ে ১০ টায় ওই র্যালি শুরু হয়। র্যালির পূর্বে দেয়া তার বক্তব্যে তিনি আরও বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। তাই সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। যাতে অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হয়। পুলিম কমিশনার বলেন, এ মহামারীর হাত থেকে নিজেদের রক্ষার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে। র?্যালী শুরুর পূর্বে পুলিশ কমিশনার সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন। এ সময়ে বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার সাটিয়ে দেন। পরে র্যালি অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুল করিম, বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।