3:19 pm , November 17, 2020

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা ও ধর্ষিতা গৃহবধু সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাদত্রিশিরা গ্রামের সাদেক ভাট্রির ছেলে আনিচুর রহমান ভাট্রি চলতি বছরের ২রা জানুয়ায়ী রাতে পুলিশ তাদের ধাওয়া করছে বলে একই এলাকার এক প্রবাসীর ঘরে প্রবেশ করেন। এসময় নজর আলী হাওলাদারের ছেলে তার সহযোগী হালিম হাওলাদার বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে আনিচুর রহমান প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চায়। তিনি পানি নিয়ে ঘরের দ্বিতীয় তলায় গেলে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষন করে আনিচুর রহমান। পরবর্তীতে আনিচের সাথে থাকা তার সহযোগী হালিম হাওলাদারও গৃহবধুকে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তারা ধর্ষনের ঘটনা ভিডিও ধারন করে হুমকি দিয়ে একাধিকবার ওই গৃহবধুকে ধর্ষন করেছেন। এবং প্রবাসে থাকা তার স্বামী কাছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ধর্ষনে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই গৃহবধুর কাছ থেকে বিভিন্ন সময় ৩৫লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১০। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলা গ্রহন করেছি। মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।