3:16 pm , November 17, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীনের আশু রোগমুক্তি কামনায় বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আল-আমিনের নেতৃত্বে মঙ্গলবার আসর নামাজ বাদ উপজেলার কলেজ গেট জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদল নেতা আরিফুর রহমান ইরান, মোঃ শাহাজুল ইসলাম, মোঃ কামাল হোসেন শিকদার, মোঃ শামিম হোসেন, ছাত্রদল নেতা মাহামুদুল হাসান রুমন, রাসেল সরদার মোঃ বেলাল সরদার, মোঃ সোহেল রানা, কামরুল শিকদার, ইমরান হোসেন,কাওসার হোসেন,বিপ্লব মিস্ত্রি,বাদশা,মিরাজ হোসেন,পিয়াস প্রমূখ। উল্লেখ্য বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।