সোনারগাঁও টেক্সটাইল মিল চালুর দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ সোনারগাঁও টেক্সটাইল মিল চালুর দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ - ajkerparibartan.com
সোনারগাঁও টেক্সটাইল মিল চালুর দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ

3:26 pm , November 16, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সোনারগাঁও টেক্সটাইলস মিল অবিলম্বে খুলে দেওয়া সহ বকেয়া ৮ মাসের বেতন পরিশোধ করার দাবীতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সোনারগাঁও টেক্সটাটাইল মিলের বেকার হয়ে পড়া কর্মচারী-পরিবার বর্গ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ করে। তারা পুলিশের নিষেধ উপেক্ষা করে সকাল ১০ টা থেকে সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে নগরীর রুপাতলী সড়কে সমবেত হয়ে সমাবেশশুরু করে। এক পর্যায়ে নারী-পুরষ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শণ করে। এতে বরিশাল-পটুয়াখালী সড়কের দু’প্রান্তের প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার জুড়ে যাত্রীবাহী ও পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের পরিবহন আটকা পড়ে। পরবর্তীতে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে দাবী পুরনের আশ্বাস দেন। তখন শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, ওসি নুরুল ইসলাম তাদেরকে আশ্বস্থ করে জানিয়েছে নভেম্বর মাসের মধ্যে সোনারগাঁও টেক্সটাইল মিলের বন্ধ দুইটি ইউনিট চালু করা হবে। পরবর্তী ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে সকল ইউনিট চালুসহ শ্রমিকদের বকেয়া আট মাসের বেতন পরিশোধ করা হবে। বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়ন বরিশাল শাখা, জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, জাতীয় নারী শ্রমিক ইউনিয়ন কেন্দ্র, নৌযান শ্রমিক ফেডারেশন, মহানগর দোকান-কর্মচারী ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন ও মহানগর দর্জি সংগ্রাম কমিটির সদস্যরা অংশ গ্রহন করে। এদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল ট্রেড ইউনিয়ন সভাপতি এ্যাড. একে আজাদ, বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আখতার হোসেন শপ্রু, মাস্টার আবুল হাসেম, এমরান হাওলাদার, হারুন শরীফ,ফরহাদ হোসেন, আনিসুর রহমান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT