2:33 pm , November 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নবগঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হয়েছেন গোলাম শাহরিয়ার রনজু। বরিশালের বানারীপাড়ার সন্তান গোলাম শাহরিয়ার রনজু দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশবরন্যে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম সারওয়ারের জেষ্ঠ্য পুত্র। রনজুর বড় চাচা বানারীপাড়া পৌরসভার পর পর তিনবার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এবং প্রগতিশীল চিন্তার ধারক গোলাম শাহরিয়ার রনজুকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করায় বানারীপাড়ার প্রগতিশীল সর্বমহলের মানুষ আনন্দিত হয়েছেন। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রনজুকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশকে অভিনন্দন জানিয়েছেন।