2:32 pm , November 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জীবানুমুক্তকরন শেষে আবার চালু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব। গতকাল রবিবার থেকে যথারীতি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ল্যাবটির ইনচার্জ ডাঃ আকবর কবির। এর আগে শনিবার একদিনের জন্য বন্ধ ছিলো ল্যাবটি। ডাঃ আকবর কবির বলেন ৪ মাস পর ল্যাব জীবাানু মুক্ত করা প্রয়োজন। যে কারনে গত জুন মাসের পর শনিবার ল্যাবটি জীবানুমুক্ত করার কারনে একদিন ল্যাবে পরীক্ষা বন্ধ ছিলো। যে কারনে শুক্রবার নেয়া নমুনা পরীক্ষা করা যায়নি। তবে আজ (গতকাল) রবিবার পুনরায় ল্যাব চালু করা হয়েছে। যে কারনে শুক্র ও শনিবারের সংগৃত নমুনা রবিবার একদিনে পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন ল্যাবে এখন এক দিনে ২৮২ টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কিন্তু বর্তমানে নমুনা অনেক কম আসছে।
এর আগে শনিবার একদিনের জন্য বন্ধ ছিলো ল্যাবটি। ডাঃ আকবর কবির বলেন ৪ মাস পর ল্যাব জীবাানু মুক্ত করা প্রয়োজন। যে কারনে গত জুন মাসের পর শনিবার ল্যাবটি জীবানুমুক্ত করার কারনে একদিন ল্যাবে পরীক্ষা বন্ধ ছিলো। যে কারনে শুক্রবার নেয়া নমুনা পরীক্ষা করা যায়নি। তবে আজ (গতকাল) রবিবার পুনরায় ল্যাব চালু করা হয়েছে। যে কারনে শুক্র ও শনিবারের সংগৃত নমুনা রবিবার একদিনে পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন ল্যাবে এখন এক দিনে ২৮২ টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কিন্তু বর্তমানে নমুনা অনেক কম আসছে।