3:12 pm , November 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল ছাত্র, যুব অধিকার পরিষদ। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাজী দানেস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদুল ফাইম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সাধারন সম্পাদক নাজিউর রহমান, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আতিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মোঃ আখছার, রফিকলি ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠিতে ভিপি নুরের সংগঠন ছাত্র, যুব অধিকার পরিষদ বিনামূল্যে মাক্স বিতরন ও কর্মী সংগ্রহ কর্মসূচী পালন করতে গেলে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই ঘটনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারী দেন। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সড়কে দাড়িয়ে শ্লোগান দেয় নেতৃবৃন্দরা।