3:07 pm , November 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যুর ঘটনায় দুই কারারক্ষির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদের মধ্যে একজনসোময়িক বরখাস্ত এবং অপর জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল কারা কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকৃত কারারক্ষী হলেন কাওসার এবং বিভাগীয় মামলা করা হয়েছে কাররক্ষী আনসার মন্ডলের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি বলেন কাররক্ষি কাওসার ওই সেলের ডিউটিতে ছিলেন এবং আনসার ওই সেলের ইনচার্জ। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উল্লেখ্য শনিবার ভোররাতে হানিফ খলিফা নামে এক হাজতি কারা অভ্যন্তরে কারা হাসপাতালে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।