মুজিববর্ষে সবার জন্য ঘর নিশ্চিতে কাজ করছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন মুজিববর্ষে সবার জন্য ঘর নিশ্চিতে কাজ করছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন - ajkerparibartan.com
মুজিববর্ষে সবার জন্য ঘর নিশ্চিতে কাজ করছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন

2:53 pm , November 13, 2020

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষের মধ্যে বরিশালের বাবুগঞ্জে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে এ উপজেলায় ৫ শতাধিক ভূমিহীন পরিবারকে আগামী জানুয়ারী মাসের মধ্যে এ ঘর পাবেন বলে জানাগেছে। বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান’র সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর, রফিয়াদি, গাজীপুর ও ময়দানের হাট রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর, ডিক্রিরচর, ক্ষুদ্রকাঠি, দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট, দেহেরগতি, রাকুদিয়া,গুঠিয়া বাজার ও দোয়ারিকা একালায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের উপযুক্ত খাসজমি সনাক্ত করার জন্য সরেজমিন জমি পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এ সময় এ কার্যক্রমে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মোঃ আনিচুর রহমান সবুজ, মোঃ জয়নুল আবেদীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমানসহ উপজেলা ভূমি অফিসে কর্মরত কানুনগো,সার্ভেয়ার গ্রাম পুলিশ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকৃত উপকারভোগী নির্বাচন ও ঘরের গুণগত মান নিশ্চিত করণ এবং নির্দিষ্ট সময়ে কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। একইসাথে তিনি খাসজমি অবৈধভাবে দখলকারীদের অনতি বিলম্বে খাসজমি হতে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। ইউএনও বলেন আইন অমান্য কারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT