2:40 pm , November 13, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর সিরাজ উদ্দীন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার তার শরীরে করোনা রিপোর্ট পজেটিভ আসে। তখন তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে অক্সিজেন, রক্তচাপ, ডায়াবেটিক্স স্বাভাবিক রয়েছে। তিনি স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে পারছেন। সিরাজ উদদীন আহমেদ’র রোগমুক্তি কামনায় তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।