2:58 pm , November 10, 2020

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়াবাসীর দীর্ঘদিনের দাবী সন্ধ্যা নদীর উপর সেতু নির্মানের। তারই বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য সন্ধ্যা নদীর উপর সেতু নির্মানের স্থান ও সম্ভাব্যতা পরিদর্শন করেন এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী। সোমবার দুপুর ২টায় তিনি পৌরসভার দক্ষিন নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখ থেকে সেতু নির্মানের স্থান ও সম্ভাব্যতা নির্ধারণ করা হয়। প্রায় দেড় কিলো মিটার দৈর্ঘ্য এ সেতু নির্মান হলে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের সাথে একটি ঐতিহাসিক যোগাযোগের দ¦ার উন্মোচন হবে। এ ছাড়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল সহজেই এ অঞ্চলের জনসাধারণ যেতে পারবেন। এ স্থলে সেতু নির্মান হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে, যেহেতু এখানে ব্যক্তি গত ঘর-বাড়ী ও ইমারত নেই। এ জন্য সরকারের তেমন ক্ষতিপুরণ দিতে হবে না বলে এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী জানান। ইতি পূর্বে সাবেক সংসসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি এবং এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জাতীয় সংসদে সেতুর দাবী করেন। সে সময় একই স্থানে সেতু নির্মানের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম সংসদের প্রশ্ন উত্তর পর্বে সন্ধ্যা নদীতে সেতু নির্মানের দাবী করেন। সম্ভাব্যতা যাচাইয়ের সময় উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা সহ স্থানীয় রাজিৈতক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।