3:10 pm , November 8, 2020

আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে স্বামীকে মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে দোকান দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার সকালে নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেছেন আমতলী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জান্নাতুল ফেদৌসের স্ত্রী মোসা: ফাতেমা আক্তার কলি। নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মোসা: ফাতেমা আক্তার কলি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১০/১৫ দিন পূর্বে ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তার স্বামী মো. জান্নাতুল ফেরদাউস তার ৫ বছরে শিশু পুত্রকে হাফেজিয়া মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসার পথে কিছু দুষ্কৃতিকারী লোক ্ ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। বর্তমানে জান্নাতুল ফেরদাউস বরগুনা জেল হাজতে রয়েছে। এ সুযোগে জান্নাতুল ফেরদৌসের আমতলী উপজেলা পরিষদ গেটের দক্ষিন পাশে বিগত ১৯৯৭ ই ং বছর থেকে দোকান ঘর নির্মান করেন । যাহার জন্য বরগুনা জেলা পরিষদের কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে ১০ হাজার টাকা ও দিয়েছেন। দোকান ঘর নির্মান করে ১০ /১১ বছর ব্যবসা বানিজ্যও করে আসছেন। জান্নাতুল ফেরদাউস অসুস্থ থাকায় বর্তমানে ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রেেয়ছে । কিন্তু গত ৬ নভেম্বর বরগুনা জেলা পরিষদ সদস্য মো. আবুল বাশার নয়ন মৃধা ও জেলা পরিষদ চেয়ারম্যানের শ্যালক মো. সোহাগ প্যাদা উক্ত ঘরটা ভেঙ্গে চুরে টমটমে করে নিয়ে যায়। ফাতেমা আক্তার কলি আরো বলেন, আমি মহিলা মানুষ বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগাল করে ও খুন জখমের হুমকি দেয় । এ ঘটনায় আমতলী থানায় অভিযোগ দিলেও তারা থানার আদেশকে অমান্য করে ঘর উত্তোলনের চেষ্টা করতেছে। তাদের ভয়ে স্থানীয় সাধারন মানুষরাও কোন কথা বলেনা। এ ঘটনায় আমার স্বামীর দোকানের পজেশন. ও ঘরের মালামাল ফেরৎ পাওয়ার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।