মেঘনায় বালুবাহী বলগেট থেকে চাঁদাবাজী বন্ধে মানববন্ধন-স্বারকলিপি পেশ মেঘনায় বালুবাহী বলগেট থেকে চাঁদাবাজী বন্ধে মানববন্ধন-স্বারকলিপি পেশ - ajkerparibartan.com
মেঘনায় বালুবাহী বলগেট থেকে চাঁদাবাজী বন্ধে মানববন্ধন-স্বারকলিপি পেশ

3:08 pm , November 8, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীর চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার পয়েন্টে বালুবাহী বলগেট থেকে বেপরোয়া চাঁদাবাজীর প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর বিচার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে বলগেট মালিক-শ্রমিকরা। গতকাল রবিবার সকালে নগরীর চাঁদমারী সংলগ্ন কীর্তনখোলা নদীতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মালিক-শ্রমিক নেতারা। স্মারকলিপিতে তারা অভিযুক্ত চাঁদাবাজদের কঠোর বিচার দাবি করেন। স্বারক লিপিতে তারা উল্লেখ করেন বরিশাল সহ দক্ষিনাঞ্চলে বালু আসে নৌপথে রাজবাড়ী জেলার পাকশি এবং কুস্টিয়া থেকে। বরিশাল অঞ্চলের অন্তত ৫শ’ বলগেট রাজবাড়ি এবং কুস্টিয়া থেকে বরিশাল সহ দক্ষিনাঞ্চলে বালু পরিবহন করে। পথিমধ্যে চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ও স্পীডবোট যোগে প্রতিটি বাল্ক হেডে হানা দিয়ে থেকে ৮ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয় স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী। দাবিকৃত চাঁদা না দিলে বলগেট শ্রমিকদের মারধর করে সাথে থাকা মুঠোফোন ও টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। অনেক সময় বলগেট আটকে রেখে নদীতে বালু ফেলে দেয়। কখনো বলগেট ডুবিয়ে দেয়ার হুমকী দেয় তারা। চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান মেঘনা নদীতে বালুবাহী বলগেট থেকে চাঁদাবাজীর নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ভূক্তভোগীদের। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে চাঁদা না দেয়ায় বরিশালগামী বালুবাহী দুটি বলগেডের ১০ জন শ্রমিককে মারধর করে বলগেট আটকে রাখে সন্ত্রাসীরা। মানববন্ধন থেকে মেঘনার চাঁদাবাজ সন্ত্রাসী সেলিম খান ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সু-দৃস্টি কামনা করা হয়। মানববন্ধন শেষে একই দাবীতে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বলগেট মালিক-শ্রমিকরা। বলগেট শ্রমিকদের স্মারকলিপি যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা সহ চাঁদপুর প্রশাসনের সাথে সমন্বয় করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT