শ্বশুরের অর্থ আত্মসাতের মামলায় জামাতা চিকিৎসককে সমন শ্বশুরের অর্থ আত্মসাতের মামলায় জামাতা চিকিৎসককে সমন - ajkerparibartan.com
শ্বশুরের অর্থ আত্মসাতের মামলায় জামাতা চিকিৎসককে সমন

3:04 pm , November 8, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিলের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান এ নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল পিরোজপুর মঠবাড়িয়া ছোট শৌলা এলাকার শাহজাহান সিকদারের ছেলে ও ঢাকার দক্ষিণ বনশ্রী মোল্লা মহলের বাসিন্দা। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৪ জুন বরিশাল নগরীর আলেকান্দা কাজী পাড়ার হাবিবুর রহমানের কাছ থেকে তার মেয়ে জামাই ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল ১ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে একই বছর বিভিন্ন তারিখে ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল তার শ^শুড়ের কাছ থেকে আরো ৯ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা ধার নেয়। এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে শ^শুড়ের সকল টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল। কিন্তু নির্দিষ্ট সময় টাকা ফেরত না দিয়ে ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল টালবাহানা শুরু করে। এতে ২০১৯ সালের ১৭ জুন ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিলকে আইনী নোটিশ দেন হাবিবুর রহমান। ঘটনার দিন ২৩ আগষ্ট হাবিবুর রহমান তার টাকা ফেরত চাইলে ডাঃ আব্দুল্লাহ আল কাউসার শাকিল টাকা ফেরত দেয়ার কথা অস্বীকার করে। এ ঘটনায় ২৫ আগষ্ট আদালতে মামলা দায়ের করেন হাবিবুর রহমান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণ করতে নির্দেশ দেয়। চলতি বছর ৭ ফেব্রুয়ারি তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির হোসেন ঘটনার সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। গতকাল মামলার ধার্য্যে তারিখে মামলাটি আমলে নিয়ে ওই নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT