2:45 pm , November 4, 2020

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে যাত্রীসেজে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালি গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। চালক মোঃ হাসান (২২) কে অজ্ঞান অবস্থায় বাগান থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তার বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড লঞ্চঘাটের পশ্চিমপাশে।
অটোরিকশা চালক মোঃ হাসানের মা পারভীন জানান, সন্ধ্যার পরে বিশেষ প্রয়োজনে হাসানের নম্বরে ফোন দিয়ে কথা বলেছি। তখন সে জানায়, লালমোহন বাজারে চৌরাস্তার মোড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরাজগঞ্জ যাচ্ছি। সেখান থেকে ফিরে বাসায় আসবো। এর কিছুক্ষণ পরে রাত সাড়ে আটটার দিকে হাসানের নম্বর থেকে ফোন দিয়ে লোকজনে জানায়, ওকে তারা জঙ্গল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশখালি প্রাইমারি স্কুলে রেখেছে। তিনি জানান, ওই যাত্রীরাই সম্ভবত কিছু খাইয়ে হাসানকে অজ্ঞান করে তার অটোরিক্সা ছিনতাই করেছে। হাসানকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক হাসান অচেতন থাকায় তার সাথে কথা বলা যায়নি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, আমরা লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখছি।