ধর্ষনের মামলায় কবাই ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জেলে ধর্ষনের মামলায় কবাই ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জেলে - ajkerparibartan.com
ধর্ষনের মামলায় কবাই ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জেলে

2:37 pm , November 4, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ চাকুরি দেয়ার প্রলোভনে যুবতী ধর্ষনের মামলার আসামী কলেজ অধ্যক্ষকে জেলে পাঠানো হয়েছে। গতকাল বুধবার মামলার আসামী হিসেবে অধ্যক্ষ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ অধ্যক্ষকে জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়া অধ্যক্ষ হলো- শহীদুল ইসলাম। সে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর এলাকার আ. রশিদ মাতুব্বরের ছেলে। এছাড়াও সে বাকেরগঞ্জ কবাই ইউনিয়ন ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, মামলার বাদী যুবতীর সাথে অটোতে অধ্যক্ষ শহিদুল ইসলামের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সে যুবতীর মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে অধ্যক্ষ ওই যুবতীকে বিভিন্ন সময় ফোন করে বিয়ের প্রস্তাব দেয়। এছাড়াও তার কলেজে চাকুরী দেয়ার প্রলোভন দেয়। এতে যুবতী ও অধ্যক্ষের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ধারাবাহিকতায় অধ্যক্ষ বিভিন্ন সময় যুবতীর বাড়িতে যায়। ওই সময় যুবতীর ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে যুবতীকে বিয়ে না করে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তাকে বিয়ে করার কথা অস্বীকার করাসহ বিভিন্ন ধরনের হুমকী দেয় অধ্যক্ষ। এ ঘটনায় গত ২২ জুন বাকেরগঞ্জ থানায় অধ্যক্ষ শহিদুল ইসলামকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন যুবতী। মামলার পর গত ২৩ সেপ্টেম্বর অধ্যক্ষ শহিদুল ইসলাম উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের আগাম জানিন নেন। উচ্চাদালতের আগাম জামিন শেষে অধ্যক্ষ শহিদুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT