নগরীর ২৮ নং ওয়ার্ড ২৮টি অবৈধ বিয়ে নগরীর ২৮ নং ওয়ার্ড ২৮টি অবৈধ বিয়ে - ajkerparibartan.com
নগরীর ২৮ নং ওয়ার্ড ২৮টি অবৈধ বিয়ে

3:14 pm , November 3, 2020

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্গত ২৮ নং ওয়ার্ড নিকাহ রেজিষ্ট্রার (কাজী) হাফেজ মাওঃ জাকারিয়াকে শোকজ করেছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়, আইন ও বিচার বিভাগ। বিচার শাখা- ৭ থেকে, মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন সূত্র থেকে জানা যায় যে, বরিশাল জেলার সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে নিকাহ রেজিষ্ট্রার মোঃ জাকারিয়া মন্ত্রনালয় ১২/০৯/১৯ ইং তারিখ বিচার- ৭/২এন৮৩/০৪(অংশ)২৪০ নং স্মারকে নিয়োগ হয়েছেন। পরবর্তীতে মহাপরিদর্শক নিবন্ধনের অধিদপ্তর হতে ১৯/০৬/১৯ ইং তারিখে ১৫৫১ নং স্মারকে ইনডেন্ট পাশ করেন। কিন্তু ০৫/১১/১৯ ইং তারিখে বরিশাল সদর সাব রেজিষ্ট্রার অফিস পরিদর্শনকালীন সময়ে দেখা যায় মোঃ জাকারিয়া বিজি প্রেস থেকে নিকাহ নামা সংগ্রহ করেন। কিন্তু ইতিপূর্বে ২৫/০৬/১৯ ইং তারিখে তিনি বাজার থেকে অবৈধ ভাবে সংগ্রহীত নিকাহ নামায় ১২/০৬/১৯ ইং তারিখে ২টি ধারাবাহিক ভাবে আরো ২৬টি মোট ২৮ টি বিবাহ রেজিষ্ট্রি করেন যাহা বিধি বহির্ভুত। পরবর্তীতে বরিশাল জেলা রেজিষ্ট্রার উক্ত নকল বইটি জব্দ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রনালয়ে পত্র পাঠান এবং পত্রে উল্লেখিত কারনে এই ধরনের কার্যকলাপ গুরুতর পেশাগত অসধাচরন উল্লেখ করেন। পত্র পাঠানোর তারিখ ১৭/১২/১৯ ইং তারিখ। এরই আলোকে আইন মন্ত্রনালয় বিগত ২৪/০৯/২০ ইং তারিখ স্মারক নং- বিচার-৭/২এন৮৩/০৪(অংশ)১৮২ নং স্মারকে মোঃ জাকারিয়াকে ১৫ দিনের সময় দিয়ে কারন দর্শানোর প্রজ্ঞাপন জারী করেন। যথাযথ জবাব না দিতে পারলে তার নিকাহ রেজিষ্ট্রার লাইসেন্স বাতিল করা হবে এই মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করেন। এ বিষয়ে নিকাহ রেজিষ্ট্রার মোঃ জাকারিয়ার মুঠোফোনে সাক্ষাতকার গ্রহন করলে তিনি বলেন আমি এখনও নোটিশের জবাব দেইনি। এরপর জেলা রেজিষ্ট্রার প্রদীপ কুমার সাহা সরাসরি সাক্ষাতকার নিলে তিনি বলেন বিষয়টি আমি জানি তবে সিদ্ধান্ত নিবেন সংশ্লিষ্ট আইন মন্ত্রনালয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT