শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার - ajkerparibartan.com
শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

3:03 pm , November 3, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার চতুর্থ দিনে দুপুর সোয়া ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। দুই এক ঘন্টার মধ্যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিবেন বলেও জানিয়েছিলেন পরিচালক। এদিকে গত চব্বিশ ঘন্টায় এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০ জন। বর্তমানে ভর্তি রোগির সংখ্যা রয়েছে ১৪’শ ৭ জন। গত ২১ অক্টোবর হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের সহকারী রেজিষ্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাকে মারধরের অভিযোগ আনেন পরিচালক বরাবরে। অপরদিকে ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কোতোয়ালী থানায় ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের নাম উল্লেখ করে মামলাও করেন। এসময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ডা. মাসুদ খান মেডিকেলের সামনের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন এর বিরোধিতা করায় এমন ঘটনা ঘটেছে। এরপর শনিবার বেলা ২টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন। হাসপাতালে এমন অবস্থা বিরাজ করায় রোগিরা বিপাকে পড়েন। তাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য হাসপাতালে কর্তব্যরত ৯০ চিকিৎসকের সাথে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে আরো ১০ জন চিকিৎসক দেয়া হয়েছে। তারপর ধর্মঘট শুরুর আগের দিন যেখানে ১০ জন রোগির মৃত্যু হয়েছিল সেই সংখ্যা বেড়ে চব্বিশ ঘন্টায় দ্বিগুন হয়ে ২০ রোগীর মৃত্যু হয়েছে। রোগীরা তাদের অসুবিধার কথা বললেও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের দপ্তর থেকে নিষেধ করায় গণমাধ্যমে কথা বলেননি হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে বলেন, রোগীদের চিকিৎসার কথা বিবেচনায় এনে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT