3:01 pm , November 2, 2020

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বইতে শুরু করেছে উজিরপুরে পৌরসভা নির্বাচনের হওয়া। প্রার্থীরা এক ও অভিন্ন লক্ষে ভোটাদের কাছে দোয়া প্রার্থনায় ব্যস্ত সময় পার কছেন। উজিরপুর পৌর এলাকা জুড়ে এখন নির্বচনী আমেজ বিরাজ করছে। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা তাদের লোকজন নিয়ে ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনেময় করছেন প্রতিনিয়ত।চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্টিত হবার সম্ভাবনা রয়েছে এমন টার্গেটে সম্ভব্য মেয়র প্রার্থীরা দলের মনোনয়ন নিশ্চিত করতে নানা ভাবে লবিং শুরু করেছেন দলের র্শীষ নেতাদের কাছে। সব মিলিয়ে উজিরপুর পৌরসভার আগাম নির্বচনী হওয়া বইতে শুরু করছে সাধারন ভোটারর বেশ কৌশল অবলম্বন করছেন। উজিরপুরপৌরসভার নির্বাচনকে ঘিরে নানা রাজনৈতিক মেরুকরন তৈরী হচ্ছে। সরকারী দল আ’লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারেন মেয়র পদে বর্তমান মেয়র গিয়াসউদ্দিন বেপারী , যুবলীগ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, আ.লীগের নেতা অশোক হালদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, দলের মনেনয়ন প্রত্যাশী। বিএনপি’র একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন তার মধ্যে শহিদুল ইসলাম খান, হুমায়ন খানের নাম আলেচনায় রয়েছে। অন্য সব রাজনৈতিক দলের তেমন কোন প্রার্থী চোখে না পরলেও ৯ টি ওয়ার্ডে প্রায় শতাধিক কাউন্সিলর প্রার্থীদের পদচারনায় উজিরপুর পৌরসভা এলাকা এখন নির্বাচনমূখী। ৯টি ওয়ার্ডে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীরা দলীয় ভাবে দলের মনোনয়ন বা প্রতিক না পেলেও দোয়া ও অর্শিবাদ পেতে মাঠে দৌড়ঝাপ শুরু করেছেন। প্রার্থীদের পদচারনায় উজিরপুর পৌর এলাকা এখন নির্বাচনমূখী। পাড়া মহল্লার চায়ের দোকানগুলোতে সন্ধ্যার পর আলোচনার কেন্দ্র বিন্দু আসান্ন পৌর নির্বাচনকে ঘিরে।২০১৩ সালের ২৬ শে ফেব্রয়ারী অনুষ্ঠানিক ভাবে উজিরপুর পৌরসভার যাত্রা শুরু হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে বর্তমানে উজিরপুর পৌরসভায় ১২০৫৪ জন ভোটার রয়েছে তার মধ্যে ৬০৭৩ জন পুরুষ ভোটার ৫৯৮১ জন নারী ভোটার। নির্বচনকে ঘিরে উজিরপুর পৌর এলাকার মানুষের মধ্যে নানা ভাবনা শুরু হয়েছে। প্রথম নির্বচিত পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী দাবী করেছেন তার আমলে উজিরপুর পৌর সভায় ব্যাপক উন্নায়ন হয়েছে তিনি আবারও সুযোগ পেলে উজিরপুর পৌরসভাকে উন্নায়নের মডেলে পরিনত করবেন। পৌর এলাকার মধ্যে কোন কাচা সড়ক থাকবে না। উজিরপুর পৌর সভার মধ্যে ব্যাপক উন্নায়নের কারনে তিনি দলের মনোনয়ন পেলে পুন:রায় নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। এদিকে কাউন্সিলর পদে প্রায় শতাধিক প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন তারা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন নির্বাচনকে সামনে রেখে।