2:58 pm , November 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারনার মাধ্যমে গ্রাহকদের পৌনে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক হাউজিং এন্ড রিয়েল স্টেটের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৭ অক্টোবর বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলা করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলো-প্রতারনার শিকার গ্রাহক আনিছুর রহমান। আসামীরা হলো- যুবক হাউজিং এন্ড লিমিটেডের চেয়ারম্যান হোসাইন আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, রিচালক রাসেদুল চৌধুরী, বরিশাল কার্যালয়ের প্রকল্প সহকারী সিরাজুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী একেএম আ. মজিদ শায়েস্তবাদী ও যুবক কর্মসংস্থান সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী নেয়ামুল হক নান্নু।
মামলা সুত্রে জানা গেছে, ২০০৭ সালের ২০ এপ্রিল নগরীর গীর্জ্জা মহল্লায় ভেনাস মার্কেট’র দোতলায় যুবক হাউজিং রিয়েল স্টেটের কার্যালয়ে সকল আসামীদের উপস্থিতিতে বরিশাল মডেল প্রকল্পের ১৫ কাঠা জমির ১টি প্লটের জন্য ১৪ লক্ষ ৪০ হাজার দেয়া হয়। এর আগে ওই বছরের ৮ ফেব্রুয়ারী অপর গ্রাহক জাকির হোসেন আরেকটি প্লটের জন্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা দেয়। এ সময় কর্তৃপক্ষ যুবক হাউজিং স্টেটের প্যাডে চুক্তিনামা দেয়। এভাবে মামলার স্বাক্ষী অপর ৪ জনের কাছ থেকে মোট ৭৭ লক্ষ ৭৬ হাজার টাকা গ্রহন করেন। ২০২০ সালের ১১ অক্টোবর বিকেলে জমি বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু বিবাদীরা জমি বুঝিয়ে না দিয়ে টাকা নেয়ার কথা ও জমি দিতে অস্বীকার করে। এছাড়াও জমির পরিবর্তে জীবননাশের হুমকি দেয়।