3:18 pm , November 1, 2020

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরের গুঠিয়া ব্রীজে বাসের চাপায় মসজিদের ইমাম নিহত হয়েছে। এ সমায় আরো এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে প্রতিবাদে বিক্ষুব্দ জনতা প্রায় ২ ঘন্টা বরিশাল – বানারীপাড়া সড়ক অবোরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় সুত্রেজানাগেছে , রোববার সকাল ১১ টার দিকে বরিশাল থেকে স্বরুপকাঠী গামী একটি লোকাল বাস বরিশাল ব ০৫-০০৭৫ গুঠিয়া ব্রীজের উপর ব্রীজ পাড়া পার কারী পথচারী গুঠিয়া মসজিদের ইমাম আ: গনি মিয়াকে চাপা দিয়ে দ্রুতগতিতে চালিয়ে একটু অদুরে আরও এক পথচার স্কুল ছাত্রী পুজা দাসকে চাপা দিলে সে গুরতর আহত হয় স্থানীয় লোকজন মসজিদের ইমাম গনি মিয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মূত্যু ঘোষনা করে। তার মূত্যু’র সংবাদে গুঠিয়া এলাকার মানুষ সড়ক অবোরোধ করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।