মঠবাড়িয়ায় দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন মঠবাড়িয়ায় দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন

3:16 pm , November 1, 2020

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে.এম.লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অব্যাবস্থাপনা, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে শিক্ষক কর্মচারীদের স্কুল প্রদেয় ভাতাদি ১৯ মাস ধরে স্থগিত রাখার প্রতিবাদে এবং তার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ভুক্তভোগী সচেতন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় সহাস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, জালাল মিয়া, ফারুকুজ্জামান, আবুল বাশার মাতুব্বর, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, জায়েদা ইসলাম, এনামুল হক ও ইন্দিরা চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে উপলেজা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT