3:00 pm , October 31, 2020

কুয়াকাটা প্রতিবেদক ॥ ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে মহিপুর থানার কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রান মুসুল্লীরা। শনিবার আসর নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার ওলামা একরাম ও তৌহিদী জনতা এ কর্মসূচীর আয়োজন করেন। কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা চার রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোস্তফা কামাল কাসেমী, কুয়াকাটা বাইতুল আরোজ এসি মসজিদের ইমাম মাওলানা কারী মোঃ নজরুল ইসলাম, পাঞ্জুপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আঃ খালেক, হোসেন পাড়া জামে মসজিদের ইমাম মাওলান আবু বক্কর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন চিত্র আকাঁ হয়েছে। সারা বিশ্বের মুসলমানরা এর বিচার চায়। আমরা দেশের সর্ব দক্ষিনের সমুদ্র সৈকতের ধর্মপ্রান মানুষ এর সাথে একাত্ততা ঘোষণা করছি। এসময় তারা ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহবান জানান।