2:58 pm , October 31, 2020

শামীম আহমেদ ॥ বরগুনার আলোচিত স্বামী রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দন্ডে দন্ডিত স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় কয়েদির পোষাকে থাকা মিন্নির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বামী রিফাতকে হত্যার মামলায় গত ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয়জনের মৃত্যুদন্ড ও চারজনকে খালাস দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। এছাড়া ২৭ অক্টোবর দুপুরে আলোচিত এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছর, ৪ জনকে ৫ বছর ও একজনকে ৩ বছরের কারাদ- দিয়েছে বরগুনার শিশু আদালত। এছাড়া তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
এদিকে বরগুনা জেলা কারাগারে কনডেম সেলে স্থান সংকুলন থাকার কারনে অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী ও নয়ন বন্ডের সহযোগী রাকিবুল হাসান রিফাত ফরাজী (২৩), আল-কাইউম রিফাত রাব্বি আকন (২১) ও মোঃ হাসানকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার বরিশাল কারা কর্তৃপক্ষ তাদের গ্রহন করে। অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুই সহোদর মোঃ রাকিবুল হাসান রিফাত ফরাজী ও মোহাইমুল হাসান শিফাত কে অন্য একটি মামলা সংক্রান্তের কারনে বরগুনা কারাগারে রাখা হয়েছে।