বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

3:19 pm , October 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১০ টায় জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচএম তছলিম উদ্দিনের নেতৃত্বে নগরীর বগুড়া রোড চৈতন্য স্কুলের সামনে থেকে র‌্যালি বের করে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল প্রেস ক্লাবে এসে শেষ করে। পরে সেখানে প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুল আহসান মনির, সাবেক মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল মীর জাহিদুল কবীর জাহিদ, জেলা যুবদল সহ-সভাপতি খসরুল আলম তপন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ ও এ্যাড আজাদ হোসেন প্রমুখ।
অপরদিকে সকাল টায় ১১টায় অশি^নী কুমার হল চত্বরে জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অশ্বিনী হল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ উদ্দিন বাবলু। পরে প্রায় তিন শতাধিক যুবদলের পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলনে কারাবরনকারী যুবদল নেতা ও কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা ছাড়াও দলের অসচ্ছল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন ও নগদ আর্থিক সাহায্য করা হয়।
এছাড়া দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল যুব সমাবেশের আয়োজন করে। এখানে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।
মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, এ্যাড মাজহারুল হক জাহান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT