ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন - ajkerparibartan.com
ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

3:04 pm , October 26, 2020

ভোলা অফিস ॥ ফ্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রর্দশন করার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও সভা করেছে সাধারণ শিক্ষার্থীর্।া সোমবার বলো ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভোলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে ফ্রান্সের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
এ সময় বক্তব্য রাখনে, ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন, সদর উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাবেন, বিডিএস আহবায়ক মো. মামুন, মো. সাইফুল ইসলাম, মো. শরীফ, কাজী মহবিুল্লাহ প্রমূখ।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশি পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচত্রি প্রর্দশন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবলিম্বে এ ধৃষ্টতার্পূণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে। নবীপ্রেমিকরা ফান্সের পণ্যর্বজন করতে বাধ্য হবে। তারা বিশ্ব শান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলমি বিশ্বের প্রতি আহবান জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT