বরিশালে ২৮ জেলেকে কারাদন্ড : ৮ জনকে জরিমানা বরিশালে ২৮ জেলেকে কারাদন্ড : ৮ জনকে জরিমানা - ajkerparibartan.com
বরিশালে ২৮ জেলেকে কারাদন্ড : ৮ জনকে জরিমানা

3:03 pm , October 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২৮ জনকে কারাদ- ও ৮ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক লাখ ৬ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে। রোববার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বরিশাল প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৬ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৪৯ জনকে ২ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ১৬ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT