3:38 pm , October 24, 2020

সময় টিভির বরিশাল ব্যুারো প্রধান, বরিশাল প্রেস ক্লাবের সদস্য এফ,এম, ফিরদাউসুর রহমান (ফিরদাউস সোহাগ) বলেন, আজকের আলোচ্য বিষয়টি খুবই সুন্দর। আমরা আজকে আমাদের জায়গায় নেই। এ উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি সব সময় সিনিয়র সাংবাদিকদের ফলো করি। পাঠকদের কি দিচ্ছি এটা ভাবতে হবে। সাংবাদিকদের নীতি নৈতিকতা থাকলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ লাগবে। আজ সংবাদপত্রে একজনের বিরুদ্ধে অন্য জনের সংবাদ লেখেন। এটা ভালো নয়। আসুন সবাইমিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।