3:18 pm , October 23, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বৃহস্পতি ও শুক্রবার এ দু’দিন টানা ভারী বর্ষনে রবি ফসল ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কোটি টাকার উপড়ে। এদিকে মুশলধারে ভারি বর্ষনে জলাবদ্ধতার ফলে আগাম কার্তিকের পাকা আমন ধান পানির নিচে এবং রবি ফসল মাটির সাথে মিশে যাওয়ায় কৃষকরা চরমভাবে ক্ষতিগৃস্থ হয়েছে। করোনা মহামারির মধ্যে কৃষকরা ধার-দেনা করে আমন ধান রোপন এবং শীতকালীন রবি ফসল, মুলা, লাল শাক, পালন শাকসহ বিভিন্ন জাতের বীজ বপন করেন এবং পৌষ মাসে আমন ধান ঘরে তুলবে এ আশায়। সেখানে অতিবর্ষায় স্থায়ী জলবদ্বতায় সর্বশান্ত হচ্ছে কৃষকের আমন ও রবি ফসলের ক্ষেত।