2:41 pm , October 22, 2020

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় বিপ্লবী কুমুদ বিহারী গুহঠাকুরতা ১৯৫২ সালে হিন্দুদের জাতীভেদ রোধে প্রতিষ্ঠা করেছিলেন বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দির। স্বাধীনতা সংগ্রামী কুমুদার প্রতিষ্ঠিত মন্দিরে এবার অনুষ্ঠিত হ”েছ ৭৯ তম অকাল বোধন পুজা অর্থাৎ দেবী দূর্গার আহবান। মহামায়া দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হ”েছ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। দেবীর আরাধনা বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের প্রানের উৎসব বলা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহাষষ্ঠী। চ-ীপাঠ, ধূপ আর ঢাকের তালে শুরু হ”েছ পূজার আনুষ্ঠানিকতা। করোনা মহামারির কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন কোন আমেজ। দেবীর ষষ্ঠীবিহিত পূজা শেষে সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জনসমাগম এড়াতে মন্দির কর্তৃপক্ষ থেকে দেয়া হয়েছে কয়েক দফা নির্দেশনা। এব্যাপারে মন্দির কমিটির সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সভাপতি জানান এবারের দূর্গা উৎসব একটু ভিন্ন রকম,বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারনে সব আয়োজন সীমিত করে ওই ব্যায় জনকল্যাণে করা হবে। সকলকে তিনি যথাযথ স্বা¯’্যবিধি মেনে ও জনসমাগম এড়িয়ে এবারের দূর্গাউৎসব পালন করার অনুরোধ জানান। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।